
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাজে খেলে হারলো ভারত
একটি ম্যাচে হারার জন্য যা যা করতে হয়, তার সবই করলো ভারত। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৮ রানের পাহাড় পড়েও চার উইকেটে হারতে হয়েছে ভারতকে।
মঙ্গলবার রাতে ভারতে সফরে প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ২০৮ রান করে ভারতে। জবাবে চার বল আর চার উইকেট হাতে রেখে ২১১ রান করে অস্ট্রেলিয়া।
মোহালির উইকেট ব্যাটিং সহায়ক ছিল। সেখানে টি-টোয়েন্টিতে ২০৮ রান ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট। কিন্তু বোলারদের ব্যর্থতা এবং দুইটি ক্যাচ মিস করে হারলো ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুবই খারাপ বল করলেন ভুবনেশ্বর কুমার, চাহলরা। জঘন্য ফিল্ডিং হলো। আর ক্যাচ মিস মানেই তো ম্যাচ মিস। আর বাস্তবে হলেও সেটি।
হার্দিক পান্ডিয়া ৩০ বলে ৭১ রান করেন। রান পেয়েছেন লোকেশ রাহুলও। তিনি ৫৫ রান করেন। কিন্তু রোহিত শর্মা ও বিরাট কোহলি আবার ব্যর্থ। রোহিত ১১ ও কোহলি দুই রান করেন।
রোহিত ও কোহলির ব্যর্থতার পরও ব্যাটাররা ভালো সার্ভিস দিলেও বোলাররা যা তা। সব বোলার বাজে বল করেছেন, সেসব বলও উপযুক্ত শায়েস্তা করেছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা।
ভুবনেশ্বর চার ওভারে ৫২ রান, উমেশ যাদব দুই ওভাবে ২৭, আক্সার প্যাটেল চার ওভারে ৩৯, যজুবেন্দ্র চাহল তিন দশমিক দুই ওভারে ৪২ রান। তবে অক্ষর ১৭ রানে তিন উইকেট নেন।
তবে আক্সার প্যাটেল একটি সহজ ক্যাচ ফেলেছেন। ক্যাচ ফসকেছেন লোকেশও। এমন বোলিং ও ফিল্ডিং করলে বিশ্বকাপের আসরে ভালো কিছু করার স্বপ্ন না দেখাই ভালো।
অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন ৩০ বলে ৬০ রান করে ম্যাচকে সহজ করে দেন। আর শেষ দিকে ম্যাথু ওয়েড ২১ বলে ৪৫ রান করে অসিদের জয়কে নিশ্চিত করেন।