
চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদ। কৌতুক অভিনেতা হিসেবে ছিল তার জনপ্রিয়তা। আজ ৬ এপ্রিল মঙ্গলবার তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে তার মৃত্যু হয়। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গুণী এই অভিনেতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাগরণ অনলাইন।
১৯৪৫ সালের ৮ জানুয়ারি, মুন্সিগঞ্জের নয়াগাঁও এলাকায় জন্ম নেন টেলি সামাদ। প্রথম চলচ্চিত্রে আসেন ১৯৬৬ সালে। পরিচালক নজরুল ইসলামের ‘কার বউ’ চলচ্চিত্রে। চার দশক ঢাকাই সিনেমায় অভিনয় করেছেন। তার ঝুলিতে রয়েছে প্রায় ৬০০ চলচ্চিত্র। দর্শকদের কাছে ‘পায়ে চলার পথ’ ছবির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা পান। সবশেষ কাজ করেছেন ২০১৫ সালে অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ ছবিতে।
অভিনয়ের বাইরে অর্ধশতাধিক চলচ্চিত্রেও গান গেয়েছেন টেলি সামাদ। এছাড়া চিত্রশিল্পী হিসেবেও তার খ্যাতি ছিল।
কৌতুক অভিনেতা বললেই চলে আসত টেলি সামাদের নাম। গত শতকের সত্তর দশক থেকে তাকে পর্দায় দেখেছেন দর্শকরা। সমানতালে অভিনয় করেছেন সিনেমায়, টেলিভিশনে। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। অসংখ্য চলচ্চিত্র ও নাটকে নানা চরিত্রে করেছেন দুর্দান্ত অভিনয়। যা দর্শকের মনে দাগ কেটে আছে দারুণভাবে। নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শকদের বিনোদন দিতেন, হাসাতেনও সারাক্ষণ।
টেলিসামাদ স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। দুই মেয়ে সোহেলা সামাদ ও সায়মা সামাদ ঢাকায় এবং ছেলে সুমন সামাদ বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন।❐