
কবিতা
আমরা যারা বিদ্যাশ করি
আমরা তো বইন, ‘বিদ্যাশ করি’
কামলা খেটে, দিন শ্যাষ করি
উইকেন্ডে গ্যাদারিং করি
রাজা মারি, উজির মারি
হলিডেতে ফিশিং করি
দেশকে আবার মিসিং করি
কিন্তু তবু যাই না ফিরে
পল্যুশন আর মশার ভীরে
আমাদের বাচ্চাগুলি
বাংলা ইংলিশে খিচুড়ি বুলি
তারা fish খায়, sit করে
পার্কে গিয়ে swing-এ চড়ে
আমরা যারা বিদ্যাশ করি
দ্যাশ নিয়ে তারা ভেবেই মরি
টাকা পাঠাই, দায় সারি
আমরা তো বস, বিদ্যাশ করি!
ডলার জমাই, বানাই বাড়ি
কিন্তু খুঁজে পাই না ‘বাড়ি’।
সারাজীবন তাই খুঁজে ফিরি
আমরা যারা ‘বিদ্যাশ করি’