
ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে ‘গোপন বৈঠক’ কথা প্রত্যাখ্যান সৌদি আরবের
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সফর এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ‘গোপন বৈঠকের’ কথা অস্বীকার করেছে সৌদি আরব।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এক টুইটে ওই বৈঠকের কথা অস্বীকার করেছেন বলে জানিয়েছে বিবিসি।
ইসরায়েলের সংবাদমাধ্যমে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার গোপনে সৌদি আরব সফর করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং রিয়াদ সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন।
নেতানিয়াহুর মন্ত্রিসভা এবং লিকুদ পার্টির এক সদস্যও সোমবার ওই খবর নিশ্চিত করেন। তবে নেতানিয়াহুর কার্যালয়, জেরুজালেমের মার্কিন দূতাবাস কিংবা সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি নিয়ে কিছু বলেনি।
এবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল যুবরাজ সালমান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বৈঠকে কোনও ইসরায়েলি কর্মকর্তার যোগ দেওয়ার বিষয়টি অস্বীকার করলেন।
এক টুইটে ফয়সাল লেখেন, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাম্প্রতিক সফরের সময় যুবরাজের সঙ্গে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে বৈঠক হওয়ার দাবি করে যে খবর প্রকাশ পেয়েছে তা আমি দেখেছি। এ ধরনের কোনও বৈঠকই হয়নি। বৈঠকে কেবল আমেরিকান ও সৌদি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।❐