আন্তর্জাতিককরোনা

করোনাভাইরাসের উৎস প্রাকৃতিক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের গবেষণাগার থেকেই করোনাভাইরাসের উৎপত্তি, এর প্রমাণ নাকি ট্রাম্পের কাছে রয়েছে।

তবে এর একদিন পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, নতুন করোনাভাইরাসের উৎস প্রাকৃতিক।

বিজ্ঞানীদের বিশ্বাস, করোনাভাইরাস প্রাণী থেকে মানুষের দেহে প্রবেশ করেছে। গত বছরের শেষ দিকে চীনের উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে এটি ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু ট্রাম্পের দাবি করোনার উৎপত্তি হয়েছে উহানের একটি গবেষণাগার থেকে। যদিও চীন বারবার তা অস্বীকার করেছে।

বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সও এক বিবৃতিতে জানায়, করোনা মানবসৃষ্ট কিংবা জিনগতভাবে পরিবর্তিত হওয়ার প্রমাণ পায় নি তারা। তাছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও একই কথা জানান।

কিন্তু ওইদিনই ট্রাম্প জোর গলায় বলেন, উহানের একটি ভাইরোলোজি গবেষণাগার করোনাভাইরাসের উৎস। তিনি প্রমাণও দেখেছেন। যদিও বিস্তারিত কিছু বলতে পারেন নি।

শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রাম্পের এ দাবি নিয়ে প্রশ্ন করা হলে ডব্লিউএইচও’র জরুরিবিষয়ক প্রধান মাইকেল রায়ান বলেছেন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ‘বারবার শুনে এসেছে করোনাভাইরাসের উৎস খুঁজতে বহু বিজ্ঞানী কাজ করছেন।’

সংস্থাটির আগের অবস্থানই পরিষ্কার করলেন তিনি, ‘আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে ভাইরাসটির উৎস প্রাকৃতিক।’

মহামারীর উৎস সম্পর্কে জানতে চীনের তদন্তে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কয়েক মাসে ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষকে মেরে ফেলা ভাইরাসটির উৎপত্তি জানা খুবই প্রয়োজন।

রায়ান বলন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভাইরাসটির প্রাকৃতিক উৎস কী, তা নিশ্চিত করা।’ ‘কীভাবে প্রাণী-মানুষের বাধা ভেঙে গেল’ সেটা জানার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

রায়ান আরও বলেছেন, ‘এই জানার লক্ষ্য হলো যেন আমরা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি এবং এমনটা যেন আবার অন্য কোথাও না ঘটে সেজন্য জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করা যায়।’◉

আল জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension