Uncategorizedআন্তর্জাতিককরোনাপ্রধান খবর

করোনাভাইরাসে ইটালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে ইটালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৮২৫ জনে দাঁড়াল।
 
এ দিন দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৫৭ জন। এর আগের দিন ৫ হাজার ৯৮৬ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২ হাজার ৬৮১। সবমিলিয়ে, দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৭৮ জন।
 
এ দিকে, করোনা সমস্যা নিরসনে বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কান্তে।
 
দেশের জনগণের আর্থিক সমস্যা মেটাতে এ পর্যন্ত প্রায় ৩৭৫ বিলিয়ন ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে।
 
দেশের অর্থনীতির স্বার্থে এ বরাদ্দ দিচ্ছেন সরকার। ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি লম্বার্ডিয়ায়।
 
অন্যদিকে, নতুন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছেন নাগরিক সুরক্ষা বিভাগ।
 
গেল ১৯ মার্চ দেশটিতে এক দিনে ৫ চিকিৎসক মারা গেছেন। এ নিয়ে কমপক্ষে ১৮ জন চিকিৎসক মারা যান দেশটিতে। ♦
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension