
করোনা মহামারিতে মৃতের সংখ্যা নিয়ে নতুন তথ্য তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। তাদের হিসাবে, মহামারিতে বিশ্বে প্রায় দেড় কোটি মানুষের মৃত্যু হয়েছে। সংস্থাটি আরো জানায়, এই সংখ্যা ভারতে সবচেয়ে বেশি।
ডাব্লিউএইচওর হিসাবে, বিশ্বে দুই বছরে স্বাভাবিকভাবে যত মৃত্যু হওয়ার কথা, করোনা মহামারির কারণে তার চেয়ে ১৩ শতাংশ বেশি মৃত্যু হয়েছে।
তারা আরো জানায়, করোনায় বিশ্বজুড়ে ৫৪ লাখ মৃতের তথ্য নথিবদ্ধ হয়েছে, অথচ প্রকৃত সংখ্যা অনেক বেশি।
ভারতে মহামারিতে মৃতের সংখ্যা সম্পর্কে ডাব্লিউএইচও জানায়, দেশটিতে করোনায় ৪৭ লাখ লোক মারা গেছে, যা বৈশ্বিক মৃতের সংখ্যার এক-তৃতীয়াংশ। আর ভারতে সরকারি পরিসংখ্যানে যত মৃত্যুর কথা বলা হয়েছে, প্রকৃত সংখ্যা তার ১০ গুণ।
ভারত সরকার অবশ্য ডাব্লিউএইচওর গণনাপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বলেছে, সংস্থাটির গণনাপদ্ধতি নিয়ে নয়াদিল্লি ‘উদ্বিগ্ন’।
এলাকাভিত্তিক মৃতের সংখ্যা মহামারির আগে কত ছিল এবং মহামারিকালে কত হয়েছে, তার তুলনামূলক চিত্র আমলে নিয়েছে ডাব্লিউএইচও। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি, বরং মহামারিকালে অন্যান্য সংকট, হাসপাতালে চিকিৎসা নিতে না পেরে মারা যাওয়ার মতো বিষয়গুলোও আমলে নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকার করোনায় মৃত্যুর প্রকৃত রেকর্ড রাখতে না পারার ইস্যুটিও বিবেচনায় নেওয়া হয়েছে। সূত্র : বিবিসি