
করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ অতিক্রম, মৃত্যু ৩ লক্ষ ২৯ হাজার
বিশ্বে মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রের, সাড়ে ১৫ লক্ষ ৯৩ হাজার ৩৯ জন। মৃত্যুর তালিকায়ও শীর্ষে দেশটি, ৯৪ হাজার ৯৪১ জন।
কোভিড-১৯ মহামারীতে বিশ্বে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ক্ষয়ক্ষতি। ইতোমধ্যে ৫০ লাখ ছাড়িয়ে গেছে সংক্রমণ। আর মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন অন্তত ৩ লাখ ২৯ হাজার মানুষ।
শুরু থেকেই করোনাভাইরাস সংক্রান্ত তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের তথ্যানুযায়ী বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় রাত ১টার দিকে বিশ্বে মোট আক্রান্ত অর্ধকোটি ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় ভোর ৪টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৯২ হাজার ৪০ জন। আক্রান্তদের মধ্যে বিশ্বজুড়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ২৯ হাজার ৭৬৮ জনের। সুস্থ হয়েছেন প্রায় ২০ লক্ষ ২৬ হাজার ১৯২ জন।
বিশ্বে মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রের, সাড়ে ১৫ লক্ষ ৯৩ হাজার ৩৯ জন। মৃত্যুর তালিকায়ও শীর্ষে দেশটি, ৯৪ হাজার ৯৪১ জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া, ৩ লক্ষ ৮ হাজার ৭০৫ জন।
২ লক্ষ ৯৩ হাজার ৩৫৭ জন আক্রান্ত নিয়ে তৃতীয়স্থানে ব্রাজিল।
চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, ২ লক্ষ ৪৮ হাজার ২৯৩ জন আক্রান্ত দেশটিতে।
পঞ্চমস্থানের দেশ স্পেনে, ২ লক্ষ ৭৯ হাজার ৫২৪ জন আক্রান্ত।
ষষ্ঠস্থান ইটালিতে ২ লক্ষ ২৭ হাজার ৩৬৪ জন আক্রান্ত।
মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরে যুক্তরাজ্য, ৩৫ হাজার ৭০৪ ছাড়িয়েছে। তৃতীয়স্থানে ইটালি ৩২ হাজার ৩৩০জন ।চতুর্থস্থানে ফ্রান্স, ২৮ হাজার ১৩২। সাড়ে ২৭ হাজার ৮৮৮ মৃত্যু নিয়ে স্পেন আছে পঞ্চমস্থানে। ষষ্ঠস্থানে ব্রাজিল ১৮ হাজার ৮৯৪ ছাড়িয়েছে।
গত বছরের ১৭ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।
প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করতে খুব বেশি সময় লাগে নি।
ইতোমধ্যে এ ভাইরাস বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
এ বছরের ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ⛘