
কুইন্সে অধিবাসীদের জন্য সিটি ফিল্ডে বৃহৎ ভ্যাকসিন কেন্দ্র
জাহান আরা দোলন: কুইন্স অধিবাসীদের জন্য সিটি ফিল্ডে বৃহৎ ভ্যাকসিন কেন্দ্র উন্মুক্ত করা হয়েছে।
প্রথমে এটা ছিল স্থানীয় আমেরিকানদের স্টেডিয়াম, এবং এখন নিউ ইয়র্ক মেটসদের মাঠটিকে কোভিড ভ্যাকসিনেশন বৃহৎ কেন্দ্র হিসেবে রূপান্তরিত করা হয়েছে।
সিটি ফিল্ড বুধবার থেকে কুইন্স বাসিন্দাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সিবিএস২ চ্যানেলের জন ডায়াস তার প্রতিবেদনে জানিয়েছেন, অন্যান্য কেন্দ্রগুলোর মতো সিটিফিল্ডও অল্পসময়ের মধ্যে ‘শর্ট সাপ্লাই’ সমস্যায় পড়েছে।
দুপুর পর্যন্ত সিটি ফিল্ড কর্মব্যস্ত ছিল। অনেকেই ভ্যাকসিন শট নেওয়ার জন্য মরিয়া হয়ে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চলে আসেন, কিন্তু তাদের ভ্যাকসিন পাওয়ার খুব একটা সম্ভাবনা ছিল না।
ডায়াস তাদের কয়েকজনকে ফেরত পাঠানোর আগে ভ্যাকসিনের জন্যে কেন্দ্রের গার্ডদেরকে অনুরোধ করতে দেখেছেন। লম্বা লাইনে থাকা মানুষগুলো বিভিন্ন রকম অভিব্যক্তি প্রকাশ। কিন্তু সৌভাগ্যবানরাই শুধু ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট করতে পেয়েছেন।
ডায়াস জানান, লাইনের অধিকাংশেরই অ্যাপয়েন্টমেন্ট নিশ্চয়তা ছিল না।❐