
কৃষক বিক্ষোভের ভাইরাল ‘দুঃখজনক ছবি’ শেয়ার করে আক্ষেপ রাহুলের
ভারতে কৃষক মিছিলের একটি ছবি টুইটারে শেয়ার করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আক্ষেপ, এটা ‘অত্যন্ত দুঃখজনক ছবি’ এবং ‘অত্যন্ত বিপজ্জনক।’
ভারতে কৃষকদের ‘দিল্লি চলো’ মিছিল ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তেজনা ছড়িয়েছে। কৃষকদের থামাতে লাঠিচার্জ করে, টিয়ার গ্যাসের নিক্ষেপ করে দিল্লি পুলিশ। দিল্লির সিংঘু সীমান্তের কাছে এক বয়স্ক কৃষকের দিকে ব্যাটন তাক করেন এক পুলিশ সদস্য। সে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ছবিটি সোশ্যাল মিডিয়ায় কৃষকদের বিক্ষোভ মিছিলের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
সে ছবিটি শেয়ার করে টুইটারে রাহুল লেখেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ছবি। আমাদের স্লোগান ছিল, ‘জয় জওয়ান, জয় কিষান। কিন্তু আজ প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদীর অহঙ্কারের ফলে কৃষকদের বিরুদ্ধে জওয়ানদের দাঁড়াতে হচ্ছে। এটা অত্যন্ত বিপজ্জনক।’
बड़ी ही दुखद फ़ोटो है। हमारा नारा तो ‘जय जवान जय किसान’ का था लेकिन आज PM मोदी के अहंकार ने जवान को किसान के ख़िलाफ़ खड़ा कर दिया।
यह बहुत ख़तरनाक है। pic.twitter.com/1pArTEECsU
— Rahul Gandhi (@RahulGandhi) November 28, 2020
অন্যদিকে সে ছবিটির সঙ্গে আরও তিনটি ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা গান্ধী টুইটারে লেখেন, ‘বিজেপি সরকারের আমলে দেশের অবস্থা দেখুন। যখন বিজেপির কোটিপতি বন্ধুুরা দিল্লিতে আসেন, তখন তাদের লাল কার্পেটে স্বাগত জানানো হয়। যখন কৃষকরা দিল্লিতে আসেন, তখন রাস্তা খুঁড়ে রাখা হয়। কৃষক-বিরোধী আইন তৈরি করা ঠিক। কিন্তু চাষিরা দিল্লিতে আসতে চাইলেই তা দোষের হয়ে যায়?’
भाजपा सरकार में देश की व्यवस्था को देखिए
जब भाजपा के खरबपति मित्र दिल्ली आते हैं तो उनके लिए लाल कालीन डाली जाती है।
मगर किसानों के लिए दिल्ली आने के रास्ते खोदे जा रहे हैं।
दिल्ली किसानों के खिलाफ कानून बनाए वह ठीक, मगर सरकार को अपनी बात सुनाने किसान दिल्ली आए तो वह गलत? pic.twitter.com/rm7CFmaWAL
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 28, 2020
এদিকে কড়া নিরাপত্তার মধ্যেই শনিবার সকালে হাজার হাজার কৃষক সিংঘু সীমান্তে বৈঠক করেন। বিক্ষোভের জন্য উত্তর দিল্লির একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হলেও কৃষকরা সিদ্ধান্ত নেন তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।
কৃষকদের এ বিক্ষোভে সমর্থন জানিয়েছেন মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের কৃষকরা। আগামী কয়েক দিনের মধ্যে তারা রাজধানীর বিক্ষোভে সামিল হবেন বলে জানা গেছেন।❐
হিন্দুস্তান টাইমস্