
আন্তর্জাতিককরোনামধ্যপ্রাচ্য
কোভিড বিধি-নিষেধ তুলে নিল সৌদি
করোনাভাইরাস সংক্রান্ত বেশির ভাগ বিধি-নিষেধ গত শনিবার প্রত্যাহার করেছে সৌদি আরব সরকার। এখন থেকে দেশটিতে জনসমাগমের খোলা স্থানে সামাজিক দূরত্ব মানতে হবে না এবং টিকা নেওয়া যাত্রীদের সৌদিতে প্রবেশের পর কোয়ারেন্টিনেও থাকতে হবে না।
এই পদক্ষেপের ফলে হজযাত্রীদের আগমন আরো সহজ হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলছে, মসজিদসহ ‘সব উন্মুক্ত ও আবদ্ধ স্থানে সামাজিক দূরত্ববিধি’ বাতিল করা হয়েছে।
শনিবার থেকে কার্যকর হওয়া সিদ্ধান্ত অনুযায়ী, শুধু আবদ্ধ স্থানে মাস্ক পরতে হবে। সৌদি আরবে যাওয়ার আগে এখন থেকে টিকা নেওয়া যাত্রীদের পিসিআর অথবা র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ দেখাতে হবে না। এ ছাড়া দেশটিতে প্রবেশের পর কোয়ারেন্টিনেও থাকতে হবে না।
এএফপি