
ক্যাপিটল দাঙ্গায় গ্রেপ্তার নিউ ইয়র্কবাসী: বন্দীদের সঙ্গে ‘পশুর মতো ব্যবহার করা হয়
গেল সপ্তাহে ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় গ্রেপ্তার হওয়া নিউ ইয়র্ক আপস্টেটের এক অধিবাসী অভিযোগ করেন, গ্রেপ্তারকৃতদের সঙ্গে ‘পশুদের মতো’ আচরণ করা হয়েছিল।
ইউটিকার ব্যবসায়ী উইলিয়াম ল্যারি, অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, তাকে ২৪ ঘণ্টার বেশী সময় ধরে আটক রাখা হয় এবং বুধবারে তাকে গ্রেপ্তারের পর তার সেল ফোনটি জব্দ করে।
লিয়ারি বলেন, যিনিই ক্যাপিটল ভবনে আদৌ যাওয়ার কথা অস্বীকার করেছে, তারা আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করেছে। তারা আমাদের সবার ফোন কেড়ে নিয়েছিল। আমি কোথায় আছি সেটা জানানোর জন্যও একটা ফোন কল করতে দেওয়া হয় নি।’
ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবন অবরোধের দিনে গ্রেপ্তার হওয়া কয়েক ডজন লোকের মধ্যে লিয়ারি ছিলেন একজন।
তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, তিনি মূলধারার গণমাধ্যমগুলোকে আদৌ বিশ্বাস করেন না এবং তিনি বিশ্বাস করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।❐
জাআ / নিউ ইয়র্ক পোস্ট