
প্রধান খবরবাংলাদেশ
খামোশ বললেই জনগণ চুপ হবে না: ড. কামালকে শেখ হাসিনা
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: সাংবাদিকদের খামোশ বলে সমালোচনায় আসা গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খামোশ বললেই জনগণ চুপ হবে না।
আজ ১৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কামাল-মান্না-কাদের সিদ্দিকীসহ ঐক্যফ্রন্ট নেতাদের সমালোচনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, এরা কীভাবে বিএনপি, অপরাধী, দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়েছে? বিএনপি যুদ্ধাপরাধী, তাদের স্বজন, দুর্নীতিবাজদের স্বজনদের ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। এ অপরাধীরা যাতে ভোট না পায় সেজন্য জনগণকে সচেতনতার পরিচয় দিতে হবে।