
চাকরিচ্যুতদের জন্যে তাসাউফ ফাউন্ডেশনের আর্থিক সহায়তা কর্মসূচি
তাসাউফ ফাউন্ডেশন চাকরিচ্যুত মানুষের জন্য আর্থিক সহায়তার করবার সিদ্ধান্ত ও কর্মসূচি নিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চাকরিচ্যুত মানুষের জন্য আর্থিক এ সহায়তা সংগঠনের ‘পাশেই আছি’ কর্মসূচির তৃতীয় দফা অনুদান।
এর আগে গেল ২৯ আগস্ট তাসাউফ ফাউন্ডেশন ‘পাশেই আছি’ কর্মসূচির মাধ্যমে প্রথম দফায় চাকরিচ্যুত মানুষের মধ্যে আর্থিক সহায়তা দেয়।
এ কর্মসূচি উপলক্ষ্যে আগামী ৭ লভেম্বর শনিবার তাসাউফ ফাউন্ডেশনের সকল পরিচালক, সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদের উপস্থিত থাকতে সংগঠনের পক্ষ থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ শাহাদত হুসাইন অনুরোধ জানিয়েছেন।
মানব কল্যাণের অঙ্গীকার নিয়ে ‘তাসাউফ ফাউন্ডেশন’র যাত্রা শুরু হয়েছে ২০১০ সালে। যে কোনও প্রাকৃতিক ও মানবিক দুর্যোগে ফাউন্ডেশনের সদস্যরা সব সময় নিজের আর্থিক সহযোগিতায় মানুষের সেবায় এগিয়ে আসেন।
গেল ১০ বছরে ফাউন্ডেশনটি মানুষের মধ্যে আত্মশুদ্ধি জাগরণের জন্য নৈতিক শিক্ষা দিয়ে আসছে। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আলো বিতরণের জন্য সংগঠনের রয়েছে অনেক কর্মসূচি। বর্তমানে সারা দেশে সংগঠনটির প্রায় পাঁচ হাজার সদস্য রয়েছে জানানো হয়েছে।❐