
চুরি হওয়া প্রত্নতত্ত্ব ইতালিকে ফেরত দিয়েছে নিউইয়র্ক
১৯ মিলিয়ন ডলার (১৬ মিলিয়ন পাউন্ড) সমমূল্যের প্রত্নতত্ত্ব শিল্প ইতালিকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক ডিস্ট্রিক অ্যাটর্নি এগুলো ফেরত দেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদেন উল্লেখ করা হয়। ফেরত দেওয়া ৫৮ খণ্ড এসব প্রত্নতত্ত্বের মধ্যে মার্বেলের তৈরি দেবী অ্যাথেনার একটি মস্তকখণ্ডও রয়েছে। এটির দাম এককভাবে ৩ মিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়।
নিউইয়র্কের ডিস্ট্রিক অ্যাটর্নি আলভিন ব্র্যাগ বলেন, লুটেরারা বেসরকারি দালালের মাধ্যমে এসব প্রত্নতত্ত্ব জাদুঘর কর্তৃপক্ষের কাছে বিক্রি করে।
জানা যায়, শহরটির জাদুঘরে থাকা বিভিন্ন দেশ থেকে লুণ্ঠিত প্রত্নতত্ত্বসামগ্রী ফেরত দেওয়ার প্রচেষ্টা হিসেবে চলতি বছর প্রায় ৬৬ মিলিয়ন ডলারের প্রত্নসামগ্রী ফেরত দেওয়া হয়েছে।
প্রত্নতত্ত্ব চোরাচালান বিভাগের প্রধান জানান, সামনের দিনগুলোতে লুণ্ঠিত হওয়া আরও প্রত্নসামগ্রী জব্দ করা হবে এবং তা প্রত্যাবাসন করা হবে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এসব প্রত্নতত্ত্বসামগ্রী জব্দ করা ও ইতালীয়দের কাছে ফেরত-সংক্রান্ত তদন্তের সংযুক্ত ছিল। এসব প্রত্নসামগ্রীর ২১টি এসেছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট থেকে।
ইতালীয় কর্মকর্তারা এসব প্রত্নসামগ্রীকে অমূল্য হিসেবে আখ্যায়িত করেছে। ইতালির কালচারাল হেরিটেজ প্রটেকশন কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রবার্তো রিকার্ডি জানান, এ ঘটনায় তিনি খুবই আনন্দ বোধ করছেন। এসব প্রত্নতত্ত্ব তার আসল জায়গায় ফিরে যাচ্ছে, ফলে মানুষ এখন ইতালীয়দের প্রকৃত ইতিহাস ও পরিচয় জানতে পারবে।