জীবনশৈলীরূপ-লাবণ‌্য

চোখের নিচে কালি পড়েছে? সমাধান জেনে নিন

রূপসী বাংলা ঢাকা ডেস্ক:   রাত জাগা, মানসিক অবসাদসহ বিভিন্ন কারণে চোখের নিচে পড়তে পারে কালি। চোখের নিচের কালি দূর করতে নিয়মিত ৮ ঘণ্টার ঘুমের বিকল্প নেই। পাশাপাশি কাজে লাগাতে পারেন কিছু ঘরোয়া উপায়।

 

গ্রিন টি

গ্রিন টি ডিটক্স হিসেবে খুব কার্যকরী। দুটো টি ব্যাগ এক কাপ গরম পানিতে ডুবিয়ে রাখুন। কয়েক মিনিট পর টি ব্যাগসহ কাপটি ফ্রিজে রেখে দিন ঠাণ্ডা করার জন্য। যদি তাড়া থাকে, তাহলে বরফ শীতল পানিতে ডোবান টি ব্যাগ। বরফের টুকরো চায়ের লিকারে ডুবিয়ে বন্ধ চোখের উপর রেখে দিন ১৫ মিনিট। নিয়মিত এটি ব্যবহার করলে ধীরে ধীরে দূর হবে চোখের নিচের কালি।

 

শসা

ঠাণ্ডা শসার স্লাইস চোখের উপর দিয়ে রাখুন আধা ঘণ্টা। প্রতিদিন ব্যবহার করুন।

 

 

ভিটামিন সি

চোখ প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছে? ভিটামিন সি-এর অভাবে এই সমস্যা হতে পারে। ক্রিম কেনার আগে দেখে নিন, তাতে ভিটামিন সি রয়েছে কিনা। খাদ্য তালিকায় প্রচুর পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখবেন।

 

টমেটো

সমপরিমাণ টমেটো ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের নিচে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। দিনে দুইবার ব্যবহার করলে ফল পাবেন দ্রুত।

 

আলু

আলুর রসে তুলার টুকরা ডুবিয়ে চোখের উপর রেখে দিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

 

ঠাণ্ডা দুধ

ঠাণ্ডা দুধে তুলা ভিজিয়ে চোখের আশেপাশের অংশে লাগান। সাবধান থাকবেন যেন চোখের ভেতরে না যায়। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

 

তথ্য: বোল্ডস্কাই, টাইমস অব ইন্ডিয়া

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension