
জনসন তাদের এক ডোজ ভ্যাকসিনের অনুমোদন চায়
যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি জনসন অ্যান্ড জনসন তাদের তৈরি এক ডোজের করোনার ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন সংস্থার (এফডিএ) কাছে আবেদন করেছে।
অক্সফোর্ড, মডার্না ও ফাইজারের ভ্যাকসিন দুই ডোজ করে নিতে হয়। বিপরীতে জনসনের শুধু এক ডোজ ভ্যাকসিন নিলেই মুক্তি পাওয়া যাবে করোনা থেকে। এমনই দাবি করেছে জনসন অ্যান্ড জনসন।
জনসন অ্যান্ড জনসন বলছে, তাদের তৈরি এক ডোজের ভ্যাকসিনের বৈশ্বিক পরীক্ষার ফলাফলে ৬৬ ভাগ কার্যকারিতার প্রমাণ মিলেছে। খবর ভয়েস অব আমেরিকার।
যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন প্রদান কর্মসূচিকে আরও সমৃদ্ধ করতে এখনই জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন জরুরি অনুমোদন চাওয়া হয়েছে। এ ভ্যাকসিন যুক্তরাজ্য বা দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের করোনার বিরুদ্ধে কার্যকর বলে দাবি করা হয়েছে। তবে এ ভ্যাকসিনে দেশ ও এলাকা ভেদে ভিন্ন ফলাফল মিলেছে। যুক্তরাষ্ট্রে গড়ে ৭২ শতাংশ, লাতিন আমেরিকায় ৬৬ এবং দক্ষিণ আফ্রিকায় ৫৭ শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে। ভ্যাকসিন দেওয়ার এক মাস পর এমন ফল পাওয়া গেছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি জনসনের ভ্যাকসিনের অনুমোদনের ব্যাপারে বৈঠকে বসবে এফডিএ। এ ভ্যাকসিনটি পরিবহন খুবই সহজ। ফ্রিজার ছাড়াই এটি পরিবহন করা সম্ভব। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এ ভ্যাকসিনের ১০ কোটি ডোজ কিনেছে। এখন পর্যন্ত বিভিন্ন দেশে ব্যবহূত করোনার ভ্যাকসিন মূলত দুই ডোজ ভিত্তিক।❐