করোনা

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার জাতীয় শোক দিবস পালন

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিউ ইয়র্কে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা এক আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউ ইয়র্ক শহরের এস্টোরিয়ায় বৈশাখী রেষ্টুরেন্ট মিলনায়তনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা ৪৬তম জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ আলোচনা সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টর সভাপতি হাজী আব্দুর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। বক্তব্য রাখেন জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মঞ্জুমদার, উপদেষ্টা মাহাবুব রহমান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, জাপার সহ সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, দপ্তর সম্পাদক আকতার কবির, কোষাধ্যক্ষ জিএম ইলিয়াছ, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, যুগ্ম প্রচার সম্পাদক আবুল কাশেম, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কোনো দলের নন। বঙ্গবন্ধু বাঙালি জাতির সম্পদ। বঙ্গবন্ধুকে দলীয় সম্পদ করতে চেয়ে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে ছোট করছে। তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, কারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি জাতির সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ ঐক্যবন্ধ হয়েছে। একই সময়ে দেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন তিনি। ইতিহাসে বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব বিরল। তাই বাংলাদেশ, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর প্রশ্নে জাতির কোনো দ্বিমত নেই।

বক্তরা বক্তব্যে আরও বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মহান জাতীয় সংসদে বক্ততায় বলেছিলেন জাতীয় পার্টি বঙ্গবন্ধুকে জাতির জনকের স্বীকৃতি দিতে চেয়েছিল। কিছু কিছু বাধার কারণে তা করতে পারে নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ অত্যন্ত শ্রদ্ধা করতেন। ১৯৭৫ সালের পর ৫ জন রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন কিন্তু পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছিলেন। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির এক অবিসংবাদিত নেতা। তিনি স্বাধীনতার পূর্বে রাষ্ট্রের কোনো পদে ছিলেন না। কিন্তু তিনি ছিলেন গণমানুষের হৃদয়ের নেতা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension