
টাইমস স্কোয়ারকে আগ্নেয়াস্ত্র মুক্ত এলাকা ঘোষণা
ম্যানহাটানের টাইমস স্কোয়ারকে আগ্নেয়াস্ত্র মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। স্টেট গভর্নর ক্যাথি হোকুল ও সিটি মেয়র এরিক অ্যাডামস বুধবার ৩১ আগস্ট এ ঘোষণা দেন।
এখানে আগ্নেয়াস্ত্র বহনের ওপর এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে ৬ এভিনিউ থেকে ৮ এভিনিউ ও ৪০ স্ট্রিট থেকে ৫৩ স্ট্রিট পর্যন্ত পুরো এলাকা। একই সাথে এখানকার স্পর্শকতার আরও কয়েকটি স্থানে আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাবওয়ে, স্কুল, উপসানালয়, রেষ্টুরেন্ট, বার ও ক্লাব।
গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, নিউ ইর্য়কারদের নিরপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। সুপ্রীম কোর্টের সিদ্ধান্ত মেনেই স্থানীয়ভাবে আমরা জননিরাপত্তা জন্য কাজ করে যাচ্ছি।
নিউ ইয়র্ক সিটি মেয়র বলেছেন, ‘আগ্নেয়াস্ত্র মুক্ত এলাকা’র ঘোষণা অমান্য করলে ৪ বছরের সশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। এ সংক্রান্ত সিটি কাউন্সিল একটি আইনও তৈরি করেছে।
তিনি আরও বলেন, টাইমস স্কোয়ার এলাকায় কোনও চেক পয়েন্ট বসানো হবে না। নতুন করে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হবে না। তবে বড় আকারে সাইনবোর্ডে লেখা থাকবে ‘গান ফ্রি জোন’ বা ‘ফায়ার আর্মস আর প্রোহিবিটেড’।
এদিকে আগ্নেয়াস্ত্র কেনার জন্য ন্যূনতম বয়সসীমার নতুন বিধান গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এখন থেকে আগ্নেয়াস্ত্র কিনতে বয়স ২১ বছর হতে হবে। এর আগে ছিল ১৮ বছর।