
টিকটকের বিরুদ্ধে মামলা করবে ১২ বছরের মেয়ে
টিকটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন ব্রিটেনের ১২ বছর বয়সী এক মেয়ে। তার দাবী, টিকটক অনৈতিকভাবে শিশুদের ডেটা ব্যবহার করছে।
দেশটির একটি আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, মেয়েটি মামলা করলে পরিচয় গোপন রাখা হবে।
অ্যান লংফিল্ড নামের ওই কিশোরীর সিদ্ধান্তকে সমর্থন করেছে ইংল্যান্ডের শিশু কমিশন।
লংফিল্ড বলছেন, টিকটক যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা আইন ভঙ্গ করেছে।
টিকটক বলছে, তারা অধিকাংশ দেশের জন্য নীতিমালা কঠিন করেছে। এখন ১৩ বছরের কম বয়সীদের অ্যাপটিতে নিবন্ধন করতে দেয়া হয় না।
লংফিল্ডের ধারণা, টিকটক ১৬ বছরের কম বয়সীদের ইন্টারনেট তথ্য সংগ্রহ করে ভিডিও রিকমনন্ডেশন অ্যালগরিদমে কাজে লাগাচ্ছে।
বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন হওয়া সত্ত্বেও সম্পূর্ণ স্বাধীনভাবে চীনা ভূখণ্ডের বাইরে থেকে পরিচালিত হয় টিকটক। সোশ্যাল ভিডিও অ্যাপটির ভক্ত দলের মধ্যে মার্কিন-ব্রিটিশ কিশোর-কিশোরীদের উপস্থিতি উল্লেখযোগ্য।
ডেটা সংরক্ষণ ও রাজনৈতিক স্পর্শকাতর কনটেন্ট সেন্সর প্রশ্নে টিকটকের বিরুদ্ধে আগে থেকেই খেপে আছে বিভিন্ন দেশের সরকার। একাধিক মামলাও হয়েছে তাদের নামে।❐