
ট্রাম্পের পোস্টে হাসির ফোয়ারা
ডোনাল্ড ট্রাম্প জ্বলছেন। অন্তর্জাল হাসছে। নির্বাচন শুরু হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি যা-ই লিখছেন, তাতে সমানে হাসির ইমো দিচ্ছেন নেটিজেনরা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ৮টা ১৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ভোট গণনা থামাও।’ পোস্টটিতে সাধারণ লাইক বাদে যত বিশেষ রিয়্যাক্ট (লাভ, কেয়ার, হাহা, ওয়াও, স্যাড, অ্যাংরি) পড়েছে তার মধ্যে ‘হাহা’ সবচেয়ে বেশি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার স্ট্যাটাসে হেসেছেন ৮৯ হাজার মানুষ। এর ভেতর অসংখ্য বাংলাদেশি রয়েছেন। ‘লাভ’ দিয়েছেন ৩৫ হাজার। দুঃখ প্রকাশ করেছেন ২ হাজার ২০০। ‘কেয়ার’ ২ হাজার ১০০। ‘ওয়াও’ ১ হাজার ৫০০। রাগান্বিত ১ হাজার।
একই দিন রাত ৯টা ১৪ মিনিটে দ্বিতীয় স্ট্যাটাসে ট্রাম্প লেখেন, ‘নির্বাচনের দিন পার হওয়ার পর যে ভোট এসেছে একটাও গণনা করা হবে না।’
এই পোস্টেও ‘মজার-মজার’ সব কমেন্ট আসছে। একজন লিখেছেন, ‘ঠিকই বলেছেন। এখন গণনা বন্ধ করলে তো ভালোই হবে। যেখানে আছেন, সেখানেই থাকবেন। শুধু হারটা হবে বেশি ব্যবধানে।’
নির্বাচনে উত্তরাঞ্চলের ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত মিশিগান ও উইসকনসিনে জেতার পর বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪-তে পৌঁছেছে। ট্রাম্পের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২১৪। মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি।
ট্রাম্প বলছেন, ‘চুরি করে’ এগিয়ে গেছেন বাইডেন!❐