
ট্রাম্প প্রশাসন ওভ্যাল অফিসের সাম্প্রতিক তৎপরতা নিয়ে শঙ্কিত
আইনজীবী সিডনি পাওয়েল, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন, সাবেক মুখ্য কৌঁসুলি স্টিভ ব্যানন, বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এবং ট্রাম্প প্রশাসনের আরও অনেকে ওভ্যাল অফিসের সাম্প্রতিক তৎপরতা নিয়ে শঙ্কিত।
ট্রাম্পের ব্যক্তিগত উপদেষ্টা ও আইনজীবী রুডি জুলিয়ানিকে ট্রাম্পের হয়ে নির্বাচনের ফল পরিবর্তনের অনেক চেষ্টা করতে দেখা গেলেও শেষমেশ পদত্যাগের মধ্য দিয়ে নিজের পিঠ বাঁচিয়েছেন। গত সোমবার একই কাজ করতে দেখা যায় পাওয়েলকে।
ট্রাম্পকে এখন প্রেসিডেন্টে হিসেবে দায়িত্ব পালন করতে খুব একটা দেখা যাচ্ছে না। গত সপ্তাহে হোয়াইট হাউজের নিয়মিত বৈঠকের প্রায় পুরোটা সময়ই ভোট জালিয়াতি নিয়ে অভিযোগ করতে দেখা যায় তাকে।
গেল সোমবারও ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় তরুণ রিপাবলিকানদের এক সভায় ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমরাই নির্বাচনে ভূমিধ্বস জয় পেয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের এমন একটি পার্টি দরকার যে লড়াই করতে পারে। আমাদের কিছু ভালো সিনেটর রয়েছেন যারা এ নিয়ে কাজ করছেন। তারা সত্যিই ভালো যোদ্ধা। আমরা যে জিতেছি তারা তা জানেন। আমাদের উচিত তাদের সাহায্য করা।’
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একাধিক সূত্র সিএনএনকে জানিয়েছেন যে, তিন সপ্তাহ আগে পাওয়েলকে তার দলবল নিয়ে অফিস ত্যাগ করতে দেখা গেলেও সামনের দিনগুলোতেও তাকে ট্রাম্পের পাশেই দেখা যেতে পারে। কারণ হিসেবে তারা বলেন, গত শুক্রবার হোয়াইট হাউজের কাউন্সেল অফিসে পাওয়েলকে একটি প্রস্তাবনা নিয়ে কাজ করতে দেখা গেছে। ওই প্রস্তাবনায় কী আছে তা এখনো স্পষ্ট নয়। সিডনি পাওয়েল কিছু একটা করতে পারেন এমন আশঙ্কা করছেন আইনজীবীরা।
চলতি সপ্তাহের শেষের দিকে ট্রাম্পের ফ্লোরিডা সফর শুরু হতে যাচ্ছে। এই সফরে ট্রাম্প কী করতে যাচ্ছেন সে ব্যাপারে এখন পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করা হয় নি। তবে ধারণা করা হচ্ছে, এই সফরে তিনি একাধিক বৈঠক, ফোনালাপ এবং বিশেষ ব্যক্তিদের সঙ্গে একান্ত আলাপ করবেন।
তবে ট্রাম্পের এসব বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে, তা তার উপদেষ্টারাও বলতে পারছেন না। তবে একদল আইনজীবীর মতে, ট্রাম্প আগামী ৬ জানুয়ারির ম্যারাথন বিতর্কের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর এই প্রস্তুতির বিষয়টি বেশ কয়েকজন সিনেটর জানেন।
এদিকে গত রবিবার হোয়াইট হাউজের সাবেক মুখ্য কৌঁসুলি স্টিভ ব্যানন জানান, তিনি ট্রাম্পকে ভোট জালিয়াতির বিষয়টি তদন্তে বিশেষ কাউন্সেল নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে বিশেষ কাউন্সেল যেন জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আনীত অভিযোগেরও তদন্ত করেন, সে বিষয়েও ট্রাম্পকে অবহিত করেছেন ব্যানন।❐