
তরুণীকে গণধর্ষণ, চারজনের স্বীকারোক্তি, দু’জন রিমান্ডে
রাজধানীর মিরপুরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চার আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২০ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) আকতার হোসেন আসামিদের আদালতে হাজির করেন।
আসামিদের মধ্যে আবু সাইদ, আলামিন, জয় মিয়া ও ইমরান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড এবং রায়হান ওরফে নাঈম ও ইমন হোসেনের সাত দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ দুই জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অপর চার আসামির মধ্যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আসামি আবু সাঈদের এবং আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ অপর তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) রাতে কল্যাণপুর হাউজ বিল্ডিং অফিসের পেছনে একটি খালি জায়গায় ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। অভিযোগের পরপরই মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।❐