
নিউ ইয়র্কে ভ্যাকসিন আগামী সপ্তাহে ফুরাতে পারে: মেয়র ব্লেসিও
জাহান আরা দোলন: ভ্যাকসিনের চাহিদা বাড়ার সাথে সাথে মেয়র বিল ডি ব্লেসিও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী সপ্তাহের শেষ নাগাদ ভ্যাকসিন ফুরিয়ে যেতে পারে।
প্রবীণ এবং ফ্রন্ট লাইন কর্মীদের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করতে হবে।
শুক্রবার ব্রুকডেল হাসপাতালে, দুপর আড়াইটার মধ্যে লাইনে দাঁড়ানো সবাইকে জানিয়ে দেওয়া হয়, তাদের জন্য বরাদ্দকৃত ভ্যাকসিন দেওয়া ফুরিয়ে গেছে। নির্ধারিত টার্গেট পূরণ হয়ে গেছে।
শিপসেড বে’র গেইল ফিনলে জানান, ‘এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমি অসুস্থ, তাই আমার ভ্যাকসিনেশনটা খুবই জরুরী।’
মঙ্গলবার থেকে, ভ্যাকসিনের জন্যে নির্বাচিত- দেখাতে পারলেই কোনওরকম বাছবিচার ছাড়াই হাসপাতালগুলো ভ্যাকসিন দিচ্ছিল, তারা কোথায় থাকেন সেটি বিবেচ্য ছিল না। এমনকি কোনও অ্যাপয়েন্টমেন্টেরও দরকার পড়ত না।
নিউ জার্সির অধিবাসী ডেল মুকেন জানান, ‘আমার বোন তার এক প্রতিবেশীর কাছ থেকে ভ্যাকসিনেশন কেন্দ্রের কথা জানতে পেরেছিল।’
শুধুমাত্র বৃহস্পতিবার এবং শুক্রবারেই হাসপাতালগুলোতে ১ হাজার দুশ’ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু এটা কত দিন পর্যন্ত স্থায়ী হতে পারে সে ব্যাপারে এখনও পরিষ্কার কিছু জানা যায় নি।❐
নিউ ইয়র্ক পোস্ট