নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্ক স্কুল চ্যান্সেলর রিচার্ড ক্যারানজার পদত্যাগ

জাহান আরা দোলন: নিউ ইয়র্ক স্কুল চ্যান্সেলর রিচার্ড ক্যারানজা শুক্রবার হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী শীর্ষ কমিশনার চ্যান্সেলর রিচার্ড ক্যারানজা মহামারীর মাঝামাঝি পর্যায়ে এসে দুর্বল ব্লেসিও প্রশাসন থেকে সরে যেতেই হঠাৎ এ পদত্যাগের কথা ঘোষণা করেন।

ওই পদে নিউ ইয়র্ক স্কুলের নিজেদের মধ্যকার একজন যিনি শহরের প্রথম আফ্রিকান-আমেরিকান নারী মেইশা পোর্টার চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন।

অভিভাবকেরা আশা করছেন ভবিষ্যত চ্যান্সেলর মেইশা পোর্টার মহামারীর সমস্যা এবং ব্যাপকহারে শিক্ষা ঘাটতির বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবেন।

সিবিএস২ এর রাজনৈতিক প্রতিবেদক মার্সিয়া ক্র্যামারের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্রঙ্কস মিডল স্কুলটি পুনরায় চালু করতে যাওয়ার প্রাক্কালে মেয়র বিল ডি ব্লেসিওর কিছু গোপনীয় বিষয় ছিল। স্কুল চ্যান্সেলর রিচার্ড ক্যারানজা সরে দাঁড়াচ্ছেন বলে জানা যায়। ক্যারানজার পরিবর্তে তার সঙ্গে থাকা নীল ব্লেজার পরা মেইশা রস পোর্টার নামে এক নারী ছিলেন।

শুক্রবার ক্যারানজা’র বিষয়ে ডি ব্লেসিও  জানান, ‘তিনি জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে এই অধ্যায়টির সমাপ্তি টানছেন।’

ক্যারানজা, ডি ব্লেসিওর মেয়াদ শেষ হওয়ার ঠিক কয়েক মাস আগে সাবেক পরিবহন কমিশনার পলি ট্রটেনবার্গ এবং প্রাক্তন স্যানিটেশন কমিশনার ক্যাথরিন গার্সিয়াকে অব্যাহতির পরপরই কাজে যোগদান করেছিলেন, কারণ মহামারীকালীন স্কুলগুলো রিমোট লার্নিং এবং পুনরায় ক্লাস চালুকরণ সংক্রান্ত সংগ্রামে ব্যস্ত ছিল।

শিক্ষক ইউনিয়ন সভাপতি মাইকেল মলগ্রু এক বিবৃতিতে বলেন, ‘নিরাপদে স্কুল খোলার ব্যবস্থা নিশ্চিতে রিচার্ড ক্যারানজা একজন নিবেদিত কর্মী ছিলেন। রাজনীতির বাইরে থেকে শিক্ষার্থী, কর্মী এবং পরিবারের প্রয়োজনে প্রায়ই তাঁকে পর্দার আড়ালে কাজ করতে হয়েছে। তার জন্যে আমাদের শুভকামনা। আমরা সবসময়ই তার অভাব বোধ করব। আমরা অতীতে ব্রঙ্কস পরিকল্পনা এবং কমিউনিটি স্কুল সম্প্রসারণসহ অন্যান্য প্রজেক্টে মেইশা রস পোর্টারের সাথে সফলভাবে কাজ করেছি। ভবিষ্যতেও একইভাবে তার সঙ্গে কাজ করতে চাই।’❐

সিবিএস২

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension