নিউ ইয়র্ক নার্সিং হোমে করোনায় মৃত্যুর তথ্য প্রকাশে বাইডেনের কাছে আবেদন
জাহান আরা দোলন: নিউ ইয়র্কের আইন প্রণেতারা রাষ্ট্রপতি জো বাইডেনকে রাষ্ট্রপতি হিসেবে কাজের প্রথম দিনেই আবেদন জানিয়েছেন, তিনি যেন গভর্নর কুমোকে নার্সিংহোমে করোনায় মৃত্যুর সঠিক তথ্য প্রকাশ করতে অনুরোধ জানান।
রাজ্য স্বাস্থ্য বিভাগ মার্চ থেকে দীর্ঘমেয়াদে নার্সিংহোমে থাকা ৮,৪০০ জনের কোভিড মৃত্যুর তথ্য রেকর্ড করেছে, কিন্তু সংস্থাটি হাসপাতালে স্থানান্তরিত হওয়ার পর কোভিডে মৃত্যুর তথ্য প্রকাশ করে নি।
বিধানসভা সদস্যের দ্বিপক্ষীয় একটি জুটি, রিপাবলিকান কেভিন বায়ার্ন (আর-ওয়েস্টচেস্টার কাউন্টি) এবং রন কিম (ডি-কুইন্স কাউন্টি) মঙ্গলবার রাতে বাইডেনকে লেখা এক চিঠিতে অগ্রাধিকার ভিত্তিতে অপ্রকাশিত তথ্য প্রকাশের অনুরোধ জানিয়েছেন।
তারা চিঠিতে লিখেছেন,’নিউইয়র্ক রাজ্যের হেলথ ডিপার্টমেন্ট তথ্য অধিকার আইন অনুযায়ী, গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অনুরোধে কোনও সাড়া দেয় নি।’
আইনজীবী, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং কোভিডে পরিবারের সদস্য হারানো পরিবারগুলো এই তথ্য প্রকাশের জন্য দশ মাসেরও বেশী সময় ধরে কুমো প্রশাসনকে অনুনয় জানিয়ে আসছেন।
ডেমোক্র্যাট রন কিম বাইডেন প্রশাসনের সমর্থন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘দলমত নির্বিশেষে নিরপেক্ষ নিষ্ঠার সাথে পরিচালনা করে, সকলের আস্থা ফিরে পাওয়া আমাদের নৈতিক কর্তব্য।’
নিউ ইয়র্ক পোস্ট