
নোয়াখালীতে আবারও গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ
নোয়াখালীতে আবারো নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ১ জানুয়ারি হাতিয়ার চানন্দী ইউনিয়নের এ ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গত ৫ জানুয়ারি ভুক্তভোগী ওই নারী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ পিটিশন মামলা করেন। বিচারক বাদির অভিযোগ আমলে নিয়ে হাতিয়া সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপারকে ৭ কর্মদিবসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন।
আর্জিতে উল্লেখ করা হয়, গত ১ জানুয়ারি স্বামীর অনুপস্থিতিতে স্থানীয় জিয়া, ফারুক, এনায়েত, ভুট্টুসহ কয়েকজন জোর করে ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগী ওই নারী ও তার ছেলে মেয়েদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী নারীর অভিযোগ, এ ঘটনায় থানায় মামলা নেয়নি। পরে আদালতে মামলা করেন তিনি।
এ ব্যাপারে হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক জানান, শনিবার ঘটনাস্থল পরিদর্শ করেছেন তিনি। আগামী দু’-তিন দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলেও জানান তিনি।
এর আগে জেলার বেগমগঞ্জে অপর এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছিল। সে ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হয়।❐