
পশ্চিমবঙ্গের নায়িকা কোয়েল মল্লিক সপরিবারে করোনা আক্রান্ত
ভারতের পশ্চিমবঙ্গের নায়িকা কোয়েল মল্লিক সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। কোয়েল মল্লিক নিজেই টুইটারে এক পোস্টে একথা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘মা, বাবা, রানে এবং আমি করোনা সংক্রমিত। আমরা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছি।’
মাস খানেক আগেই সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। তারপরে কোয়েল মল্লিকের এই টুইটকে ঘিরেে উদ্বেগ চলচ্চিত্র শিল্পে। শুক্রবার সন্ধ্যায় এই খবর প্রকাশ্যে আসতে রিটুইট করেন তার সহকর্মীরা। জয়া আহসান থেকে প্রিয়াঙ্কা সরকার। যশ দাশগুপ্ত থেকে জিৎ, আবীর চট্টোপাধ্যায়, সকলেই দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন।
Baba Ma Rane & I are tested COVID-19 Positive…self quarantined!
— Koel Mallick (@YourKoel) July 10, 2020
রাজ্য প্রশাসনের বরাতে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, দুই ২৪ পরগনার ১৪৭টি, কলকাতায় ২৫টি আর হাওড়ায় ৫৬টি কনটেইনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আপাতত সাতদিন এই এলাকায় কড়া লকডাউন চলবে প্রয়োজনে আরও বাড়াবো।’
কনটেইনমেন্ট জোন আর বাফার জোনকে একত্রিত করে একটা বড় অংশ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই এলাকায় চলছে শাটডাউন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে একদিনে হাজার জন সংক্রমিত। এই সংখ্যা ধরে মোট সংক্রমিত প্রায় ২৬ হাজার। একদিনে ২৭ জন মৃত ধরে মোট মৃত ৮৫৪ জন। ❑