
পিরোজপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সাবেক ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন সোহেল
পিরোজপুর পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডে সাবেক ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন সোহেল কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
ইতোমধ্যে নাজিম উদ্দিন সোহেল এলাকায় প্রচারণা চালাতে শুরু করেছেন। এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করছেন।
সাবেক এই ছাত্রলীগ নেতা জানান, তিনি নির্বাচিত হলে তার ওয়ার্ডে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করবার লক্ষ্যে নিরলস কাজ করে যাবেন।
নাজিম উদ্দিন সোহেল বলেন, পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য এলাকাবাসীর দোয়া এবং সার্বিক সহযোগীতা কামনা করছি।আমি এই ওয়ার্ডের জনগনের নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে চাই।
পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর হিসেবে নাজিম উদ্দিন সোহেল নির্বাচনে অংশগ্রহনের ঘোষণায় স্থানীয় উৎসাহিত হয়ে উঠেছেন।
তরুণ এই নেতার পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করাকে স্থানীয়রা শুভ ঘটনা হিসেবে দেখছেন। তারা মনে করেন, এ ধরণের নির্বাচনে তরুণ নেতৃত্ব যদি নির্বাচিত হয় তাহলে এলাকার উন্নয়ন আধুনিকতার ছোঁয়া পাবে। একইসঙ্গে অন্য তরুণরাও উন্নয়নে অংশীদার হতে চেয়ে ভূমিকা রাখতে চেয়ে এগিয়ে আসবে।
এলাকাবাসীরা আরও জানান, কাউন্সিলর পদে তরুণদের নির্বাচিত করা হলে ওয়ার্ডবাসীর নাগরিক সুবিধা ও নাগরিক অধিকারসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে গতিশীল হবে।
সাবেক ছাত্রলীগ ও বর্তমান যুবলীগ নেতা নাজিম উদ্দিন সোহেল ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৬/৯৭ সালে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদে ছাত্রলীগ মনোনীত প্যানেলে জিএস নির্বাচিত হন। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত পৌর ছাত্রলীগের সভাপতির পদে ছিলেন। ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি পদে থেকে যুবলীগের রাজনীতি করছেন।❐