
প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের পুনরায় যোগদান
প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়াসহ বেশ কিছু নির্বাহী আদেশে সইয়ের মধ্য দিয়ে বুধবার নিজের প্রশাসনিক কার্যক্রম শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
We're back in the Paris Climate Agreement.
— President Biden (@POTUS) January 21, 2021
এসব সিদ্ধান্তে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের বহু আদেশ তিনি উল্টে দিয়েছেন। যার মধ্যে আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে যাওয়া, মুসলিমসংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা ও জলবায়ু সুরক্ষাকে জোরদার করা।
করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইকে জোরদার করতেও পদক্ষেপ নিয়েছেন তিনি।
প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে যাওয়ার সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা গ্রহণে জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে গুতেরেস বলেন, প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসতে এবং জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ে উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ নিতে মানুষ, ব্যবসা, রাষ্ট্র, শহর ও সরকারগুলোর ক্রমবর্ধমান জোটে যুক্ত হতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি।
তিনি বলেন, কার্বন-নির্গমন কমিয়ে আনতে বৈশ্বিক চেষ্টা বৃদ্ধিতে আমরা মার্কিন নেতৃত্বের দিকে তাকিয়ে আছি।❐
এএফপি