
বাংলাদেশে করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন ৭২ পুলিশ সদস্য
মহামারী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে আরো ৭২ জন পুলিশ সদস্য হাসপাতাল ছেড়েছেন আজ। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত দেড় শতাধিক পুলিশ সদস্য।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তারা। ফুল আর সুস্থ হওয়ার ছাড়পত্র দিয়ে পুলিশ সদস্যদের বিদায় জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রশাসনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জানান, অনেকই রোগীদের সেবা দিয়ে গিয়ে আক্রান্ত হচ্ছেন তবে থেমে থাকছে না সেবা। এ পর্যন্ত এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৭০ জন।
তিনি জানান, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়া আরও ৩টি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে করোনা আক্রান্ত পুলিশের সদস্যদের।
দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে দু’হাজারেরও বেশি পুলিশ সদস্য।
রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের আক্রান্ত সদস্য, কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
আক্রান্তরা পুলিশ সদরদপ্তর, ডিএমপি, বিশেষ শাখা, সিআইডি, এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, এ টি ইউ, টি এন্ড আই এম সহ নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পুলিশের সদস্য।
বিশ্বময় মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগণের পাশে ছিলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করেই ফ্রন্ট-ফাইটার বা সম্মুখ যোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের অকুতোভয় সদস্যরা। মানুষকে বাঁচাতে নিজেরাও আক্রান্ত হয়েছেন ব্যাপকভাবে।
এখন পর্যন্ত প্রায় ১,৫০০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন যার অর্ধেকই ডিএমপিতে কর্মরত।◉