করোনাবাংলাদেশ

বাংলাদেশে করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

বাংলাদেশে করোনা সংক্রমণরোধে দায়িত্বপালনকালে আক্রান্ত হয়ে জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য।

করোনা প্রতিরোধের এ সম্মুখযোদ্ধা হলেন কনস্টেবল মো. মোখলেছুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন।

তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তার মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১০ সদস্য করোনাযুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

এর আগে গত সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মো. মজিবুর রহমান তালুকদার (৫৬) নামের এক পুলিশ কর্মকর্তা মারা যান।

মজিবুর রহমান স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ এসআই হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ মার্চে দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হন। এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension