
বিভক্ত দুই ফোবানা আবারও এক হতে যাচ্ছে
আবারও এক হতে যাচ্ছে তিন দশক আগে যাত্রা শুরু করা ফেডারেশন অব বাংলাদেশিজ অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার (ফোবানা)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের বিভক্তির অবসান ঘটিয়ে ফোবানাকে আবারও একত্র করবার প্রক্রিয়ায় গেল ২১ নভেম্বর শনিবার সংগঠনটির নেতাদের সমন্বয়ে বিশেষ এক যৌথ সভা আয়োজিত হয়।
গুরুত্বপূর্ণ এ যৌথ সভা পরিচালনা করেন ফোবানার এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান শাহ হালিম এবং ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ২০ বছর ধরে চলে আসা বিভাজনের পর ২১ নভেম্বরের সভাটি অনুষ্ঠিত হয়। দু পক্ষের নেতৃবৃন্দ বিদ্যমান বিভাজনের ইতি টেনে নতুন করে ঐক্য স্থাপনে আশাব্যাঞ্জক উৎসাহ ও গভীর প্রত্যয় ব্যক্ত করেন। সভায় ভবিষ্যতে দুই ফোবানাকে ঐক্যবদ্ধ করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত ব্যক্ত করা হয়।
সংগঠনটিতে বিভক্তির এই জের চলে আসছে সুদীর্ঘ সময় ধরে। ফোবানা ১৯৯৪ সালে দু ভাগে বিভক্ত হয়। পরে ১৯৯৭ সালে সকলের সহযোগিতায় একত্রিত হলেও পরবর্তীতে ১৯৯৯ সালে আবারও বিভক্ত হয়ে পড়ে। ফোবানার প্রাক্তন ও বর্তমান দু অংশের নেতৃবৃন্দ উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর সামাজিক কল্যাণ সাধনে পুনঃএকত্রীকরণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন এবং ফোবানাকে পুনঃএকত্রীকরণের বিষয়ে একমত ও অঙ্গীকারাবদ্ধ হয়েছেন। নেতৃবৃন্দ দু পক্ষের ঐক্যের ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে ঘোষণা করেন, পারস্পরিক ঐক্যের ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তুলতে দু পক্ষই একে অপরের বিরুদ্ধাচারণ থেকে বিরত থাকবেন এবং যে কোনও পরিস্থিতিতে কেউ কারও বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না।
দু পক্ষ থেকে অংশগ্রহণ করেন, ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ আলী ইমাম সিকদার, কাজী সাখাওয়াত হোসেন আজম, এক্সেকিউটিভ সেক্রেটারি আতিকুর রহমান ইউসুফজাই, সদস্য এবং সাবেক চেয়ারম্যান এজাজ আখতার তৌফিক, সদস্য এবং সাবেক চেয়ারম্যান আবু জোবায়ের দারা, সদস্য এবং সাবেক চেয়ারম্যান আবু লিয়াকত হোসেন, সদস্য এবং সাবেক চেয়ারম্যান ড: মাসুদুর রহমান খন্দকার, সদস্য এবং সাবেক মেম্বার সেক্রেটারি গিয়াস আহমেদ, সদস্য এবং সাবেক কনভেনর ড: ইবরুল চৌধুরী, সদস্য।
এছাড়া ফোবানা এক্সেকিউটিভ কমিটির পক্ষ থেকে এই সভায় অংশগ্রহণ করেন, ফোবানা এক্সিকিউটিভ কমিটির পক্ষে শাহ হালিম, চেয়ারম্যান, বেদারুল ইসলাম বাবলা, সাবেক চেয়ারম্যান এবং একত্রীকরণ কমিটির কো-চেয়ারম্যান, রেহান রেজা, সাবেক চেয়ারম্যান এবং একত্রীকরণ কমিটির কো-চেয়ারম্যান. জাকারিয়া চৌধুরী, ভাইস চেয়ারম্যান, ড: আহসান চৌধুরী হিরো, এক্সিকিউটিভ সেক্রেটারি, ডিউক খান, সদস্য এবং সাবেক চেয়ারম্যান, মোহাম্মদ আলমগীর, সদস্য এবং সাবেক চেয়ারম্যান, জসিম উদ্দিন, সদস্য এবং সাবেক চেয়ারম্যান, এবং মাহবুব রেজা রহিম, সদস্য এবং সাবেক চেয়ারম্যান।❐