
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কায়
ইউরোপে ২০২১ সালের শুরুতে নভেল করোনাভাইরাসের তৃতীয় ধাক্কা শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ডেভিড নাবারো।
সুইজারল্যান্ডের কয়েকটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইউরোপের দেশগুলো প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসার পর গরমের মাসগুলোতে এই ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে ব্যর্থ হয়েছে।’
‘এখন আমাদের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হচ্ছে। যদি তারা প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না করে তবে আগামী বছরের শুরুতে তৃতীয় ঢেউ দেখতে হবে।’
সুইজারল্যান্ড সরকারের কিছু সিদ্ধান্তের বিরোধিতা করে নাবারো বলেন, ‘সুইজারল্যান্ডে সংক্রমণ এবং মৃত্যু উভয়ই অনেক বেশী হতে পারে।’
‘যখন সংক্রমণ হ্রাস পেতে শুরু করবে তখন ক্রমাগত সেটা হ্রাস পাবে। তখন আমরা যা খুশি তাই করার সুযোগ পাব। কিন্তু এই মুহূর্তে? স্কি রিসোর্টগুলো খুলে দেওয়া কী ঠিক হলো? কোন্ শর্তে সেগুলো খোলা হলো?’
ডেভিড নাবারো ভাইরাস নিয়ন্ত্রণে দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার দেশগুলোর অবশ্য প্রশংসা করেছেন।
শনিবার জার্মানি ও ফ্রান্সে ৩৩ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ায় দৈনিক হাজারো মানুষ নতুন করে এ রোগে আক্রান্ত হচ্ছেন। তুরস্কে শনিবার পাঁচ হাজার ৫৩২ জন নতুন করে শনাক্ত হয়েছেন।
এ পরিস্থিতিতেও শীতে তুষারপাত শুরু হওয়ায় সুইজারল্যান্ড পর্যটকদের জন্য তাদের স্কি রিসোর্টগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটাই পছন্দ হয় নি নাবারোর।❐