
আর্ত-মানবতার সেবায় প্রতিষ্ঠিত নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশন ভারতের আসাম রাজ্যে আর্ত ও দুঃস্থদের মাঝে কম্বল, শীতবস্ত্র ও পোশাক বিতরণ করেছে।
শাহ্ ফাইন্ডেশনের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন দেওবাড়ি এলাকার জামিয়া ইসলামিয়া হানিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কাজি নজরুল ইসলাম রাহমানি। বিশেষ অতিথি ছিলেন দেওবাড়ির সাবেক ওয়ার্ড কমিশনার মুস্তাফা উদ্দিন।
এছাড়া শাহ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন সমাজকর্মী মারুফ আহমেদ।
‘২১ সালের প্রথমদিনেই ভারতের আসাম রাজ্যের পাথরকান্দি অঞ্চলের কানাই বাজার এলাকায় সহযোগিতা নিয়ে হাজির হয় শাহ্ ফাউন্ডেশন। সেখানে হিন্দু-মুসলিম নির্বিশেষে শতাধিক আর্ত ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয় মাদ্রাসার ছাত্রদের মাঝে পোশাক বিতরণ করা হয়।
আসাম ভারতের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত একটি রাজ্য। রাজ্যটির অবস্থান হিমালয়ের দক্ষিণে। আসামের গ্রামাঞ্চলের অধিবাসীরা কৃষিক্ষেত্র ও অন্যান্য শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। রাজ্যটিতে দারিদ্র্যের হার ৭৬ থেকে ৮০ শতাংশ।
এমন বাস্তববতায় শাহ্ ফাউন্ডেশন আসামের দারিদ্র্য পীড়িত মানুষের দিকে সহযোগিতার হাত প্রসারিত করে এগিয়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে আসামের গ্রামগুলোতে দারিদ্র্যের অবনতি ঘটছে।
শাহ্ ফাইন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ্ জে. চৌধুরী রূপসী বাংলাকে জানান, শাহ্ ফাউন্ডেশন দারিদ্র্য পীড়িত মানুষের সহযোগিতায় কাজ করতেই গড়ে উঠেছে। এবং শুরু থেকেই সাধ্য ও নিষ্ঠার সঙ্গে সে কাজ করেও আসছে। আগামীতেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সহযোগিতামূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে।❐