খেলাবাংলাদেশ

মাসুরার বাড়ি ভেঙে ফেলার লাল সংকেত মুছে দিলেন ডিসি

নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনের বাড়িতে সড়ক ও জনপদ বিভাগের দেওয়া রেড সিগন্যাল মুছে দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

তাদের ঘরটি ভেঙে ফেলার জন্যই লাল সংকেত দিয়ে চিহ্নিত করা হয়েছিল।

২০২০ সালে শহরের বিনেরপোতা এলাকায় সড়কের পাশে আট শতক সরকারি জমি বন্দোবস্ত দেয় জেলা প্রশাসন। সেখানে একটি ঘর তৈরি করে গত ১১ মাস আগে থেকে বসবাস করছে মাসুরার পরিবার।

দুই মাস আগে সড়ক ও জনপদ বিভাগ মাসুরার ঘরটি ভেঙে ফেলার জন্য লাল সংকেত দিয়ে যায় বাড়িতে। ক্রস সংকেত দিয়ে জানিয়ে যায় বাড়িটি ভেঙে ফেলা হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, মাসুরার বাড়িটি সড়ক ও জনপদ বিভাগ ভাঙবে না। যতদিন পরিবারটিকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করা না যায় ততদিন ঘরটি ভাঙা যাবে না। সেভাবে সড়ক ও জনপদ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিনেরপোতা এলাকায় ফুল ও মিষ্টি নিয়ে মাসুরার বাড়িতে যান তিনি। শুভেচ্ছা জানান তার পরিবারকে। মাসুরার বাবা রজব আলী, মা ফাতেমা বেগম ও দুই বোন সুমাইয়া ও সুরাইয়া পারভীনের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক।

টিবিএস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension