মুুক্তিযোদ্ধা নাসিমের কফিনে সহযোদ্ধাদের অভিবাদন
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নাছিম উদ্দিন আহমেদ (৬৫) মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নিউইয়র্কে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে—রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিউইয়র্ক সিটির ব্রুকলীনে মেঝ কন্যার বাসার সামনে হাটাহাটির সময় হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসকরা জানান যে নাছিম বেঁচে নেই।
মুক্তিযোদ্ধা নাছিম কুষ্টিয়া শহরের থানাপাড়া খোদাদাদ সড়কের মরহুম সুজাউদ্দিন আহমেদের ৪ ছেলে ও ২ মেয়ের মধ্য সবার বড় ছিলেন। তিনি কয়েক দফায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গত কয়েক বছর থেকেই নিউইয়র্কে মেঝ মেয়ের কাছে সস্ত্রিক আসা-যাওয়া করতেন। সর্বশেষ ২০ আগষ্ট স্ত্রীসহ এসেছিলেন। তার গ্রীণকার্ড ছিল। জানা গেছে, তার তিন কন্যার মধ্য বড় মেয়ে ঢাকায় এবং ছোট মেয়ে কুষ্টিয়ায় বসবাস করেন। সকলেই বিবাহিত।
মুক্তিযোদ্ধা নাসিম উদ্দিন আহমেদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বাদ আসর জ্যামাইকা মুসলিম সেন্টারে। জানাযা শেষে রাত ১০টায় এমিরেট এয়ারলাইন্সে লাশ দেশে পাঠানো হয়েছে দাফনের জন্যে । জানাযার আগে মুক্তিযোদ্ধা নাসিমের প্রতি নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধারা অভিবাদন জানান। লাল-সবুজের পতাকায় ঢাকা তার কফিনে স্যালুট জানানো হয় যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারির নেতৃত্বে। স্যালুটে অংশ নেয়া মুক্তিযোদ্ধারা ছিলেন ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, সহ-সভাপতি আবুল বাশার চুন্নু, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার এবং ড. এম এ বাতিন।
এক বিবৃতিতে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সভাপতি মোঃ আবু মুসা, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান গভীর শোক প্রকাশ এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপণ করেছেন। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা নাসিম উদ্দিন আহমেদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের সুলতানপুরে।এনআরবি নিউজ