
যুক্তরাষ্ট্রের নির্বাচন বাইডেনের চূড়ান্ত জয়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপ ইলেকটোরাল ভোটেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ায় ইলেকটোরাল ভোটের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়। বাইডেন পান ৩০৬ ভোট। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটিতে সাধারণ মানুষের ভোটের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ হচ্ছে ইলেকটোরাল কলেজ ভোট। যদিও অনানুষ্ঠানিকভাবে তাদের সমর্থন বাইডেনের দিকেই ছিল। এবার আনুষ্ঠানিকভাবেও তাকে মনোনীত করলেন ইলেকটোরাল ভোটাররা।
২০১৬ সালের নির্বাচনে ইলেকটোরাল ভোটে বাজিমাত করলেও এবার সেটি পারেননি রিপাবলিকান ট্রাম্প। সেবার ট্রাম্প জিতেছিলেন ২৯০টি ইলেকটোরাল ভোট। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি পেয়েছিলেন ২২৮ ভোট।
ইলেকটোরাল ভোটে জেতার পর বাইডেন বলেন, জনতার ইচ্ছার জয় হয়েছে। যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদেরা ক্ষমতা গ্রহণ করেন না বরং তাদের ক্ষমতা গ্রহণের অনুমোদন দেন জনগণ।
বাইডেন সাধারণ ভোটে জয়ী হওয়ার পর ওই ফলাফল পাল্টে দেওয়ার নানা ফন্দি করেন ট্রাম্প। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে আটকে যায় তার সব প্রচেষ্টা।
বড় কোনও সমস্যা না হলে আগামী ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। তাতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু হবে জো বাইডেনের।❐