
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউচি কোভিড-১৯ আক্রান্ত
কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ মেডিকেল উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি। বর্তমানে তার শরীরে এই ভাইরাসের মৃদু উপসর্গ রয়েছে। বুধবার তার কোভিড আক্রান্তের খবর নিশ্চিত করেছে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজেস’। ফাউচি এই প্রতিষ্ঠানটির পরিচালক পদে রয়েছেন।
নিউ ইয়র্ক টাইমসের খবরে জানানো হয়, ফাউচি নিজে কোভিডের পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। সঙ্গে দুই দফা বুস্টার ডোজ গ্রহণ করেন তিনি। তারপরেও কোভিড আক্রান্ত হলেন ফাউচি। বর্তমানে তিনি ফাইজারের এন্টিভাইরাল থেরাপি প্যাক্সলোভিড গ্রহণ করছেন। মার্কিন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন কোভিড-১৯ চিকিৎসার জন্য এ ওষুধ অনুমোদন দিয়েছে।
কোভিড-১৯ মহামারি শুরুর পর থেকেই ফাউচি বিশ্বজুড়ে পরিচিত মানুষে পরিণত হয়েছেন। ৮১ বছর বয়স্ক ফাউচি এবারই প্রথম কোভিড আক্রান্ত হলেন। কোভিডে এই বয়সের মানুষদের গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে বেশি।
যুক্তরাষ্ট্রের ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন’ বলছে, দেশটির প্রায় অর্ধেক মানুষই কখনো না কখনো কোভিডে আক্রান্ত হয়েছেন। তাই ফাউচির কোভিড আক্রান্ত হওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। এর আগে গত মঙ্গলবার মার্কিন হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস দপ্তরের সেক্রেটারি জাভিয়ের বেকেরাও কোভিড আক্রান্ত হয়েছেন। তার বয়স এখন ৮৩ বছর। এ নিয়ে দ্বিতীয় বারের মতো কোভিড আক্রান্ত হলেন তিনি।
দীর্ঘদিন ধরে এনআইএইচের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালকের দায়িত্বে আছেন ফাউচি। এ ছাড়া ১৯৮১ সাল থেকে যুক্তরাষ্ট্রে হওয়ার প্রত্যেকটি মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন তিনি। এইডসের বিরুদ্ধে প্রাথমিক লড়াইয়ে নেতৃত্বের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন। চীনে প্রাদুর্ভাবের পর বিশ্বজুড়ে যখন করোনাভাইরাস শনাক্ত হতে থাকে তখন মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েন। এসব মানুষের কাছে তখন করোনা নিয়ে বিশ্বাসযোগ্য তথ্যের উৎসের ক্ষেত্রে আস্থা রাখার মতো একজন হয়ে ওঠেন তিনি। গণমাধ্যমের সামনে তার শান্ত ও অধ্যাপকের মতো পরামর্শে মানুষের উদ্বেগ অনেকটা কমে।