
যুক্তরাষ্ট্রে বড়দিনের আগেই করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে পারে
বড়দিনের আগেই যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে পারে। গেল ২০শে নভেম্বর ভ্যাকসিন জরুরী অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ’র কাছে আবেদন করে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার।
আগামী ১০শে ডিসেম্বর এনিয়ে বৈঠক করবেন এফডিএ’র কর্মকর্তারা। এর এক-দুই দিনের মধ্যেই অনুমোদন পেতে পারে ভ্যাকসিনটি।
আর অনুমোদনের ২৪ ঘণ্টা পর থেকেই বিভিন্ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স অ্যাজার।
এদিকে, স্থানীয় সময় সোমবার এফডিএ’র জরুরি অনুমোদনের জন্য আবেদন করেছে মডার্নাও। অনুমোদনের পর ২১শে ডিসেম্বর থেকে করোনা রোগীদের মডার্নার ভ্যাকসিন শুরু হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস টাস্ক ফোর্সের উপদেষ্টা ডা. স্কট অ্যাটলাস পদত্যাগ করেছেন।❐
With today's announcement from Moderna, we'll now have two potential COVID-19 vaccines being reviewed by @US_FDA for emergency use authorization. Science and data are driving the process. #OperationWarpSpeed continues our work with states and jurisdictions to plan distribution.
— Secretary Alex Azar (@SecAzar) November 30, 2020