
লাদাখে জওয়ানদের বিশেষ আবাসন
লাদাখে সীমানার দিকে বিশেষ নজর দিয়েছে ভারতের সেনাবাহিনীও তবে নভেম্বরে পড়তেই এখন ভারতীয় সেনাবাহিনীর বড়সড় চিন্তা, লাদাখের আবহাওয়া ইতোমধ্যেই কাশ্মীর উপত্যকায় রোজই তুষারপাত হতে শুরু করেছে লাদাখের উঁচু এলাকা ইতোমধ্যেই বরফে ঢাকতে শুরু করেছে
নভেম্বর থেকেই লাদাখের বিভিন্ন জায়গায় তামপাত্রা নেমে যায় প্রায় মাইনাস ৪০ এবং তার নিচে বহু জায়গাতেই ৩০-৪০ ফিট বরফও জমে যায় এ অবস্থায় সেনাবাহিনীর থাকাটা অত্যন্ত কষ্টকর সেটাকে মাথায় রেখেই এবার লাদাখে জওয়ানদের জন্য বিশেষ সুবিধাযুক্ত আবাসন তৈরি হলো।
এবার বিশেষভাবে নজর দেয়া হচ্ছে পানীয় জলের ওপর থাকছে গরম জলের ব্যবস্থা স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। আর এসব কথা মাথায় রেখেই বিশেষভাবে সাজানো হয়েছে আবাসনের প্রতিটি কোনাকে সেনা তাঁবুতেও থাকছে বিশেষ হিটিং ব্যবস্থা।
সেনাদের চিকিৎসার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এ আবাসনে আপৎকালীন পরিস্থিতির জন্য পর্যাপ্ত পরিকাঠামো জওয়ানদের দেয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সদর দফতর। আমেরিকা থেকে বিশেষ ঠাণ্ডায় পরার পোশাক ইতোমধ্যেই আমদানি করেছে ভারত।❐
পিটিআই