প্রধান খবরভারত

শিখ গণহত্যা মন্তব্যের জন্য পিত্রোদার লজ্জিত হওয়া উচিত: রাহুল

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: স্যাম পিত্রোদার ‘হুয়া তো হুয়া’ মন্তব্যে বিপাকে কংগ্রেস৷ দলের তরফে কেউ এই নিয়ে মন্তব্যে নারাজ৷ তবে এই বিতর্কে ফের মুখ খুললেন রাহুল গান্ধী৷ মেনে নেন, কংগ্রেস নেতা শিখ গণহত্যা নিয়ে যা বলেছেন তা সম্পূর্ণ ভুল৷ ওই মন্তব্যের জন্য তাঁর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত৷

এদিন পঞ্জাবের ফতেহগড় সাহিবে ভোট প্রচারে যান রাহুল৷ সেখানে ভরা জনসভায় তিনি স্বীকার করেন স্যাম ভুল বলেছেন৷ রাহুল বলেন, ‘‘১৯৮৪র শিখ গণহত্যা নিয়ে স্যাম যা বলেছেন তা একদম ভুল৷ দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত৷ ওই মন্তব্যের পর আমি তাঁকে ফোন করি৷ বলি, তিনি যা বলেছেন ভুল বলেছেন৷ তাঁর লজ্জা হওয়া উচিত৷ প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত৷’’

শনিবারও রাহুল এই এক কথা জানিয়েছিলেন৷ এনডিটিভিকে দেওয়া সাক্ষাতকারে কংগ্রেস সভাপতি বলেন, ‘‘১৯৮৪র শিখ গণহত্যা নিয়ে কোনও বিতর্কের প্রয়োজন নেই৷ যারা সেই হিংসাত্মক ঘটনা ঘটিয়েছিলেন তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত৷ স্যাম পিত্রোদাকে ফোন করে বলেছিলাম তিনি যা বলেছেন ভুল বলেছেন৷’’

৮৪’র শিখ গণহত্যা নিয়ে স্যাম বলেছিলেন, ‘‘সেই সময় ঘটনাটি ঘটেছিল, তো কী হয়েছে? হুয়া তো হুয়া৷’’ শিখরা তো বটেই বিজেপি, শিরোমণি অকালি দল ও অন্যান্য শিখ সংগঠন স্যামের বিরুদ্ধে তেড়ে আসেন৷ পঞ্জাবের কংগ্রেসী মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও মন্তব্যটিকে সমর্থন করেননি৷

স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কংগ্রেস নেতার সমালোচনা করেন৷ বলেন, ‘‘দাঙ্গা হলেও অনুশোচনা নেই৷ উলটে অহঙ্কারের সঙ্গে কংগ্রেসর এক প্রথম সারির নেতা বলছেন ঘটনা ঘটেছিল, তো কী হয়েছে? স্পষ্ট হচ্ছে এটা শুধু ওই নেতার ব্যক্তিগত বিষয় নয়৷ পুরো কংগ্রেস দলটাই অহঙ্কারে ভরা৷ এটাই কংগ্রেসের চরিত্র ও মানসিকতা৷’’ পরিত্রাণ পেতে স্যাম স্বর্ণমন্দিরের কিছু ছবি পোস্ট করেন৷ ৮ মে অমৃতসরের স্বর্ণমন্দিরে যান৷ ছবির নিচে অনেক ভালো ভালো মন্তব্য পোস্ট করেন৷ তাতেও বিশেষ বরফ গলেনি৷

এই অবস্থায় ক্ষমা চেয়ে নেওয়া ছাড়া কোনও পথ খোলা ছিল না৷ কংগ্রেস আগেই স্যামের মন্তব্যকে ব্যক্তিগত মতামত বলে হাত ধুয়ে নেয়৷ সূত্রের খবর, উপর মহল থেকে স্যামকে ক্ষমা চেয়ে নেওয়ার ‘নির্দেশ’ দেওয়া হয়৷ কারণ বাকি আর দুই দফার ভোটের আগে শিখ সম্প্রদায়ের বিরাগভাজন হতে চায়নি কংগ্রেস৷ তাই এই নির্দেশ৷ শুক্রবার একটি বিবৃতি জারি করে স্যাম জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে৷ তাঁর হিন্দি খুব একটা ভালো নয়৷ তিনি বলতে চেয়েছিলেন যো হুয়া ওহ বুরা হুয়া৷ কিন্তু হিন্দি না জানার কারণে অন্য কিছু বলে বসেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension