
পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলার দায় দেশটির কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে জাকির হোসেনকে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী এসব কথা বলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এ ধরনের ঘটনা রেলের জায়গায় হওয়া সত্ত্বেও কেন্দ্র সরকার এ নিয়ে কোনো কথা বলেনি। তারা এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।”
তৃণমূল নেত্রী বলেন, “জাকির একজন জনপ্রিয় নেতা। তাকে যদি এভাবে আক্রমণ করা হয়, যদি এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগও থাকে, তবে সেটা কোনো রাজনীতি নয়। সেটাকে রাজনীতি বলা যায় না। তৃণমূল নেতাদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। এটা একটা বড় ষড়যন্ত্র।’’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, “পুরো ব্যাপারটা খুবই ভয়াবহ। কেউ ট্রেন ধরতে যাচ্ছে। সে কোন প্ল্যাটফর্মে যাবে, কখন ট্রেন ধরবে, তার সব খবর আগাম ছিল দুষ্কৃতীদের কাছে! জাকিরের সঙ্গীরা জানিয়েছেন, রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। জাকিরের সঙ্গে ওর ভাগ্নে ছিল। সেও আমায় একই কথা বলেছে।”
এ ঘটনার দায় রেলকে নিতে হবে জানিয়ে ভারতরে সাবেক এই রেলমন্ত্রী বলেন, “এ ঘটনার দায় এবং দায়িত্ব রেলকে নিতে হবে। ঘটনাটা ঘটেছে রেলের জায়গায়। অথচ রেল পুরো বিষয়টা খুব হাল্কা ভাবে দেখছে। ঘটনার সময় স্টেশন চত্বরের পুরো এলাকা অন্ধকার ছিল। সেখানে কোনো রেলপুলিশও ছিল না। রেল এ ভাবে তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।’❐