
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মো. সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি মদিনা গ্রুপের চেয়ারম্যান।
রবিবার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপতালে তার মৃত্যু হয়। হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন বিল্লাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ৷
২০১৬ সাল থেকে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন গুলশান আরা বেগম। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। গত আগস্ট থেকে ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন গুলশান আরা।
সোমবার বাদ আসর চকবাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের সূত্র জানিয়েছে।❐