বিনোদন

হায়দরাবাদ গণধর্ষণ-হত্যা কাণ্ডে গর্জে উঠলেন তারকারা

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এমন নির্মম ঘটনার অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে ফুঁসছে মানুষ। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা সলমন খান, অক্ষয় কুমার থেকে শুরু করে বিজয় দেবেরকোন্ডা-সহ অন্যান্য অভিনেতারা।

সলমন খান বলেছেন, “মানুষ রূপী শয়তানরা সবচেয়ে সাংঘাতিক। অক্ষয় কুমার বলেছেন, সমাজ হিসেবে আমরা হেরে যাচ্ছি। এমন অপরাধ থামাতে কড়া শাস্তির প্রয়োজন।”

অভিনেত্রী ইয়ামি গৌতম বলছেন, “এক সচেতনতার পরেও কী ভাবে মহিলাদের এমন অমানবিক অত্যাচার চালানো যায়! এই রাক্ষসগুলোর শাস্তির কথা ভেবেও কি ভয় লাগে না! আমাদের ভুলটা কোথায় হচ্ছে, সমাজ হিসেবে আমরা কেন ব্যর্থ।”

পরিচালক মধুর ভান্ডরকর বলছেন, “এই ঘটনার পরে আর কিছু বলার থাকে না। এই ঘটনার কড়া শাস্তি হওয়া উচিত।”

বিজয় দেবেরকোন্ডার কথায়, “বাড়ির ছেলে ও পুরুষদের দায়িত্ব পরিবার ও বন্ধুদের নেওয়া উচিত। তাদের ভুল দেখলে প্রতিবাদ করো ও শুধরে দাও। আর যারা মানুষের মতো আচরণ করে না, তাদের মানবাধিকার পাওয়ার কোনও জায়গা নেই।”

অভিনেত্রী রকুল প্রীত বলছেন, “আমি জানিও না এই ঘটনায় কী ভাবে প্রতিক্রিয়া দেওয়া উচিত। এই মুহূর্তে মানুষের মাথায় এমন ভয় ঢুকিয়ে দেওয়া উচিত, যাতে পরবর্তী কালে এই ধরনের কাজ করার সাহস কেউ না পায়।”

বুধবার হায়দরাবাদের টোল প্লাজায় ওই তরুণীর স্কুটির চাকা পাংচার করে দেয় অভিযুক্তরা। এর পরে সেই তরুণীকেই সাহায্য করার নাম করে প্রথমে গণধর্ষণ ও তার পরে খুন করে। এর পরে তরুণীর দেহ পুড়িয়ে দেয় তারা। এই ঘৃণ্য ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডের দাবিতে সরব গোটা দেশ। চার অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension