আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

১৩ লাখ প্রবাসীকে কুয়েত ছাড়তে হবে

কুয়েতে নভেম্বরে নির্বাচনের আগে দেশটির আবাসন আইন সংস্কার করা হচ্ছে। ফলে দেশটি থেকে ১৩ লাখ প্রবাসীকে নিজ দেশে ফিরতে হবে।

দৈনিক কুয়েত টাইমস দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহকে উদ্ধৃত করে বলছে, নতুন আবাসনের আইনের মাধ্যমে কয়েক মাসের মধ্যে দেশে বাস করা প্রবাসীদের সংখ্যা কমিয়ে দেওয়া হবে।

অর্থাৎ কোনও দেশের নাগরিকের সংখ্যা বেড়ে গেলে, বিদেশী শ্রমিকদের সংখ্যায় ভারসাম্য আনার জন্য সংশ্লিষ্ট দেশ নিয়োগ বন্ধ রাখে।

দেশটির অ্যাসেম্বলি স্পিকার মারজৌক আল-ঘানেম বলেছেন, দেশটি শ্রমজীবী নয় বরং ‘দক্ষ’ অভিবাসীদের দিকে মনোনিবেশ করবে। ১৩ লাখ বিদেশি যারা হয় নিরক্ষর বা নিছক পড়তে ও লিখতে পারে তারা দেশের অগ্রাধিকার ছিল না।

তিনি বলেন, আমি বুঝতে পারি যে আমরা চিকিৎসক ও দক্ষ জনশক্তি নিয়োগ করি এবং অদক্ষ শ্রমিকের নিয়োগ করি না। ভিসা ব্যবসায়ীরা এই সংখ্যা বৃদ্ধিতে অবদান রাখছেন।

সংস্কার করা খসড়া আইনটি প্রতি বছর বিভিন্ন সংস্থাগুলো দ্বারা নিয়োগপ্রাপ্ত বিদেশি নাগরিকদের সংখ্যা সীমাবদ্ধ করবে এবং তাদের দক্ষতার ভিত্তিতে নিয়ম মেনে নিয়োগ দেবে, যোগ করেন তিনি।

আল-গানেম বলেন, কুয়েত সংসদ নভেম্বরের নির্বাচনের আগে অক্টোবরের মধ্যেই এই আইনটি তৈরি করবে।

গালফ নিউজ জানিয়েছে, এর আগে গতমাসে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল সাবাহ প্রবাসীদের সংখ্যা ৭০ শতাংস থেকে কমিয়ে ৩০ শতাংস করার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য কুয়েতে এখন দুই লক্ষেরও বেশি বাংলাদেশি কাজ করেন। ২০১৮ সালে কুয়েত জানিয়েছিল সেখানে বাংলাদেশিদের সংখ্যা অনেক বেড়ে গেছে। সেকারণে শ্রমিকদের সংখ্যায় ভারসাম্য আনতে তখন নিয়োগ বন্ধ করেছিল।

আরব নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension