প্রধান খবরবিনোদন

এখনও হাসপাতালে লতা মঙ্গেশকর, ভালো আছেন, জানাল পরিবার

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর নভেম্বর ১১ তারিখ থেকেই হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়ায় তিনি এখনও হাসপাতালে আছেন বলেই জানা গিয়েছে। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তিনি এখন আগের থেকে স্থিতিশীল অবস্থায় আছেন।

বুকে সংক্রমণ ও ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা। যতক্ষণ না তাঁর সংক্রমণ ঠিক হচ্ছে, ততক্ষণ কোনও রকমের অস্ত্রোপচার বা কিছু করতে পারছেন না ডাক্তাররা। সঙ্কটজনক অবস্থায় মুম্বইয়ের ব্রিজক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। মূলত বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যা এবং নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। হাসপাতালের বাইরে জড়ো হতে থাকেন অসংখ্য তাঁর অনুরাগী।

শুধু তাই নয়, ‘মা সরস্বতী’র মানসকন্যার আরোগ্য কামনায় প্রার্থনা জানাতে থাকে গোটা দেশ। যদিও এরপরেই বেশ কিছু সংবাদমাধ্যম জানায় যে, লতা মঙ্গেশকরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিছুটা উৎখন্ঠা কমে তাঁর অনুগামীদের। কিন্তু পরে জানা গিয়েছে, বাড়ি নয়, হাসপাতালেই রয়েছেন সুরসম্রাজ্ঞী।

ছোটবোন উষা মঙ্গেশকর জানিয়েছেন, “আমরা অপেক্ষায় আছি। ডাক্তার বললেই আমরা দিদিকে বাড়ি নিয়ে যাব। এখনও ওঁ হাসপাতালেই আছে।” সাত দশক ধরে বিভিন্ন ভাষায় মোট ৩০০০০ হাজার গানের বেশি গান গেয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension