খেলা

এত রান তাড়া করে জেতেনি বাংলাদেশ

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: চট্রগ্রাম টেস্টে বাংলাদেশকে টেস্ট খেলা শেখালো আফগানিস্তান। এখন পর্যন্ত আফগানরা এগিয়ে ৩৭৪ রানের। কাল সকালে সেটি ৪০০ রানও অতিক্রম করতে পারে। তাই জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশের। ক্রিকেট ইতিহাসে চারশ’ ছাড়ানো রান তাড়া করে জেতার রেকর্ড মাত্র চারটি। সর্বোচ্চ ৪১৮ তাড়া করার রেকর্ড আছে। আর শেষ দশ বছরে চারশ’ তাড়া করার দৃড়তা কোন দেশ দেখাতে পারেনি। এশিয়ার স্পিন সহায়ক উইকেটে তো নয়ই।

চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ তাড়া করেছিল ২১৫ রান। তাও দেশের বাইরে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে চতুর্থ ইনিংসে সফরকারী দলটির সামনে ছিল ২১৫ রান। ৬ উইকেটের বিনিময়ে যা বাংলাদেশ অতিক্রম করেছিল। দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড শ্রীলঙ্কায়। ২০১৭ সালে নিজেদের শততম টেস্টে স্বাগতিকদের ছুঁড়ে দেওয়া ১৯১ রানের লক্ষ্য ৬ উইকেটেই ছুয়েছিল টাইগাররা। আর তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করেছিল মিরপুর শের-ই-বাংলায়। ২০১৪ সালে সফরকারী জিম্বাবুয়ের দেওয়া ১০১ রান ছুঁয়েছিল ৭ উইকেট হারিয়ে।

জহুর আহমেদ স্টেডিয়ামের এই মাঠে বাংলাদেশ চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৩১ রান করতে সক্ষম হয়েছে। সেটা ছিল ২০১০ সালে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension