প্রবাস

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্‌ ডেভলপমেন্টের পঞ্চমবারের মতো সাহায্য সামগ্রী বিতরণ

কভিড-১৯ এর দুর্যোগের মধ্যেও নিউ ইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্‌ ডেভেলপমেন্ট আর্ত ও ক্ষুধার্ত মানুষের সেবায় অবিরাম সেবা দিযে যাচ্ছে। গেল এপ্রিল থেকে এখন পর্যন্ত মোট পাঁচবার কুইন্সের বিভিন্ন স্থানে কম্যুনিটি বোর্ড-৩ এবং কুইন্স ডিস্ট্রিক এর্টনি অফিস থেকে প্রাপ্ত সামগ্রী জনগণের মধ্যে বিতরণ করেছে।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্‌ ডেভেলপমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়াও সংগঠনটির নিজস্ব তহবিল থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সর্বশেষ গেল বৃহস্পতিবার ২৭ আগস্ট  জ্যামাইকার সার্টফিন এবং ১১১ এভিনিউ তিতাস গ্রোসারীর সামনে একশ’ পরিবারকে স্বাস্থ্য সম্মত খাবার বিতরণের তথ্য জানানো হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিল ওমেন অ্যাড্র‌িয়েন এডাম্সের সহকারী ক্যাথরিন মুনি, বিশেষ অতিথি জে.বি.বি. এর প্রাক্তন সভাপতি তিতাস ডিপাটমেন্টাল স্টোরের কর্ণধার ও কম্যুনিটি লিডার আবুল ফজল দিদার।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক (সাঈদ) আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে করোনাভাইরাসকে ভয় না করার কথা উল্লেখ করে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারে বিশেষ গুরুত্বের কথা বলেন।

তিনি করোনাকে ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে কম্যুনিটির সেবায় প্রতিজ্ঞাবদ্ধতার কথা জানিয়ে বলেন, তাদের পরবর্তী কর্মসূচি বাংলাদেশকে নিয়ে।

কাউন্সিল ওমেনের সহকারী চীফ অব স্টাফ ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্টকে সর্বাত্মক সাহায্যের আশ্বাস দেন। তিনি সকলকে সেন্সাসের সদস্য হওয়ার অনুরোধ জানান।

অনুষ্ঠানটির স্পন্সর আবুল ফজল দিদার কম্যুনিটির সকলকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনও সমস্যা মোকাবেলায় ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্ট ইউএসএ-কে সর্বাত্মক সাহায্যের আশ্বাস জানান।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension