আন্তর্জাতিকউত্তর আমেরিকা

কানাডার বিরোধী দলীয় নেতা করোনায় আক্রান্ত

কানাডার রক্ষণশীল বিরোধী দলীয় নেতা এরিন ও’তোলের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। শুক্রবার তার অফিস এ খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে এএফপি।

আগের দিন ফেডারেল দলের আরও এক নেতার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তিনি হলেন, ব্লুক কুইবেকোইস নেতা ইয়েভস-ফ্রাঙ্কোইস ব্লানচেট।

করোনায় আক্রান্ত হলেও তারা ভালো আছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। তারা এখন সেলফ-আইসোলেশনে রয়েছেন। দু’জনই করোনা ভাইরাসে পজিটিভ হয়েছেন এমন সহকর্মীর সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে।

ও’তোলে বলেছেন, তিনি নিজে করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার স্ত্রী ও বাচ্চাদের রিপোর্ট নেগেটিভ আসায় ‘স্বস্তি বোধ’ করছেন।

কানাডায় করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই কমতির দিকে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ২০৫ জনের। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension